মানুষ তার চিন্তার সমান বড়। যার চিন্তার পরিধি যত বিস্তৃত সে তত বড়। টাকা পয়সা, ধন-সম্পদ, প্রফেশন মানুষের সামাজিক অবস্থানের পরিবরতন করলেও চিন্তার পরিধি মানুষের প্রকৃত পরিচয় বহন করে। ইতিহাস পরযবেক্্ষন করলে দেখা যায়, যে দেশ যে জাতি চিন্তাধারায় যতদূর এগিয়ে ছিল সে জাতি সে দেশ তত বেশি উন্নতি ও সমৃদ্ধি লাভ করেছে ।
আমরা যাদেরকে আজ উদাহরণ হিসাবে উপাস্থাপন করি তাদের দিকে নজর দিলে দেখতে পারি যে, আমরা যে বিষয় নিয়ে আজকে মাথা ঘামাচ্ছি তারা সেই বিষয়টি নিয়ে অনেক আগেই মাথা ঘামিয়েছে। যার ফলে আজ তারা আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে আছে।
তাছাড়া ছোট মন-মানসিকতা(narrow mind) আমাদেরকে এগোতে দেয়না। কারণ, এটা পুরোপুরি নেতিবাচক। এটা আমাদেরকে বড় করে ভাবতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এই ধরনের মন-মানসিকতা প্রতিনিয়ত আমাদেকে পিছনে ঠেলে দিচ্ছে।
তাই আসুন চিন্তার পরিসীমা বড় করি, সহজ করে ভাবতে শিখি, ছোট মন-মানসিকতা পরিহার করি। নিজেকে সুন্দর করে সাজাই।
একদিন আমাদের হাত ধরেই এই সমাজ বসবাসযোগ্য ও সুসজ্জিত হয়ে উঠবে, যা আমাদেরকে আরও বেশি সৃজনশীল,করমদক্ষ,সময়নিষ্ট হয়ে বেড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।
আমরা যাদেরকে আজ উদাহরণ হিসাবে উপাস্থাপন করি তাদের দিকে নজর দিলে দেখতে পারি যে, আমরা যে বিষয় নিয়ে আজকে মাথা ঘামাচ্ছি তারা সেই বিষয়টি নিয়ে অনেক আগেই মাথা ঘামিয়েছে। যার ফলে আজ তারা আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে আছে।
তাছাড়া ছোট মন-মানসিকতা(narrow mind) আমাদেরকে এগোতে দেয়না। কারণ, এটা পুরোপুরি নেতিবাচক। এটা আমাদেরকে বড় করে ভাবতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর এই ধরনের মন-মানসিকতা প্রতিনিয়ত আমাদেকে পিছনে ঠেলে দিচ্ছে।
তাই আসুন চিন্তার পরিসীমা বড় করি, সহজ করে ভাবতে শিখি, ছোট মন-মানসিকতা পরিহার করি। নিজেকে সুন্দর করে সাজাই।
একদিন আমাদের হাত ধরেই এই সমাজ বসবাসযোগ্য ও সুসজ্জিত হয়ে উঠবে, যা আমাদেরকে আরও বেশি সৃজনশীল,করমদক্ষ,সময়নিষ্ট হয়ে বেড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।
Comments
Post a Comment