Life vs Suicide







'life is a blessing'
আর এই জিনিসটা উপলব্ধি করতে পারিনা বলেই আমরা নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিই।
অপমান, ডিপ্রেশন, অনিশ্চয়তা এসব বিষয় কি জীবন থেকেও বড়??
আজকে আমার আত্মহত্যা আমার পরিবার, অনুজ এবং সমাজের উপর কতটুকু নেতিবাচক প্রভাব ফেলবে একবারও কি ভেবে দেখি??
আমার/আপনার প্রতি সমাজের দায়বদ্ধতা নিয়ে হাজারো রকম প্রশ্ন তুলি, নানাভাবে সমাজকে/পরিবেশকে দোষারোপ করি। কিন্তু একবারও কি নিজেকে প্রশ্ন করেছি সমাজের প্রতি আমার কি কোন দায়বদ্ধতা নেই??
একামত্র আত্মহত্যাই পারে আমাকে সবকিছু থেকে মুক্তি দিতে??
নিজেকে প্রশ্ন ক্রুন । 
জীবনের মূল্য কতটুকু অনুভব করতে শিখুন। 
নিজেকে ভালোবাসতে শিখুন। 
নিজেকে প্রমান করতে শিখুন। 
জীবনের আনন্দ খুঁজে বের ক্রুন। জীবন সুন্দর হয়ে উঠবে। 

Comments