মানসিক সক্ষমতার বহিঃপ্রকাশ: চিন্তা


চিন্তা চিন্তা আর চিন্তা

চিন্তার দৌড়ের কোন টার্মিনাল নেই। চিন্তাশক্তি যেমন কার্যসিদ্ধির ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে তেমনি একজন মানুষের ব্যক্তিত্ব গঠনেও সহায়ক ভূমিকা পালন করে। চিন্তাই মানুষের রাহবর তথা পথপ্রদর্শক। চিন্তাই পারে বর্তমান হান্দাসাতুল জাহেলিয়াহ থেকে ডাইবার্ট করে উন্নত এবং সভ্য চিন্তার অধিকারী করে গড়ে তুলতে। চিন্তাই পারে অনৈতিকতার এই শৃঙ্খল ঠেলে নৈতিকতার উত্থান ঘটাতে। চিন্তার সীমাবদ্ধতা বা অনগ্রসরতা ক্রমশ একটা জাতির অধপতনের অনেক বড় একটি কারণ। চিন্তার দৌড়ে যারা বেগবান তারাই আজ বিশ্বের রোল মডেল। চিন্তার রেশ অন্য যেকোনো বিষয় থেকে অনেক বেশি স্থায়িত্বশীল। চিন্তার ছিটেফোঁটাও পরিবর্তনের ক্ষুদ্র উপাদান। মানুষের চলাফেরা,কথা,আচারব্যবহারের মাঝেই চিন্তার রিফ্লেকশন পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়। যার চিন্তার পরিধি যত বিস্তৃত সে ততবেশি বড় এবং উন্নত।

©Fazle Elahi
elahiidu@gmail.com

Comments