প্রজাপতি হয়ে আসুন, কীট হয়ে নয়।

পিয়া জান্নাতুল কতটা ড্রেস নিয়ে ওয়াল্ডকার্পে গেছে এইটা নিয়ে নিউজ হচ্ছে। ও একজন ইন্টারনেশনাল সেলিব্রিটি। বহির্বিশ্বে ও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ওকে নিয়ে ট্রল করে ওর এগিয়ে যাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ানোর কোন মানে হয়! ফরেন সেলিব্রিটিদের নিয়েতো আপনারা কথা বলেননা। ওদের লাইফস্টাইল,গেটআপ সবকিছুই আপনাদের নজর কাড়ে। শুধু স্বদেশীয় কেউ বড় হতে চাইলেই আপনারা বুলশিট ছুড়তে উঠে পড়ে লাগেন। ওদের কাজের প্রশংসা করুন,ওদেরকে এগিয়ে যেতে সহায়তা করুন। ভুল হলে বা খারাপ কিছু করলে গঠনমূলক সমালোচনা করুন। বাজে মন্তব্য করে ওদরেকে আঘাত করাটা কি সুস্থ কার্যাবলীতে পড়ে!! আপনার পরিবার থেকে এরকম পর্যায়ে কেউ যদি যায় তাহলে আপনি নিশ্চয়ই তাদেরকে নিয়ে গর্ব করতেন। যখন তখন তাদের পরিচয় দিয়ে নিজেকে শো-অফ করার চেষ্টা করতেন। তখন যদি কেউ আপনার ঐ ফ্যামিলি মেম্বার নিয়ে কিছু বলতো তখন কেমন বোধ করতেন আপনি! জয়া আহসান নিয়ে ট্রল করতেছেন, বাজে মন্তব্য করতেছেন কিন্তু কেন! ICC'র উদ্বোধনী অনুষ্ঠানেতো আপনাকে নিমন্ত্রণ করা হয়নি। পিয়া জান্নাতুলের জায়গায় আপনিতো আর সুযোগ পাননি। তাহলে কেন ওদেরকে নিয়ে আপনি যাচ্ছেতা মন্তব্য করবেন! ওদের অফিসিয়াল পেজে অনায়াসে নিয়মিত আপনারা অনেক স্ল্যান্গ ব্যবহার করতেছেন যা সহজেই সবার নজরে পড়ে। এটা সত্যিই অত্যন্ত দুঃখজনক। পারলে একজনের জীবনে প্রজাপতি হয়ে আসুন, অন্তত কীট হয়ে নয়।

©Fazle Elahi
elahiidu@gmail.com

Comments